প্রতিমাসে চুল ছাঁটতে ১৭ লাখ লাগে বলকিয়াহের

bcv24 ডেস্ক    ১০:৩২ পিএম, ২০২২-০২-২২    87


প্রতিমাসে চুল ছাঁটতে ১৭ লাখ লাগে বলকিয়াহের

বিশ্বে রাজতন্ত্র ভিত্তিক শাসন ব্যবস্থায় পরিবর্তন এসেছে অনেক বছর আগেই। সেই রাজপাট কিংবা রাজা কিছুই এখন আর নেই। পুরনো দিনের রাজারাজড়াদের সেসব গল্পের ঠাই হয়েছে ইতিহাসের পাতায়। তবে ব্রুনেইয়ের সুলতানের ক্ষেত্রে খাটছে না এ কথা। তার ধনসম্পত্তির পরিমাণ ও বিলাসবহুল জীবনের কথা শুনলে অনেকেরই চোখ কপালে উঠতে পারে!




ব্রুনেইয়ের বর্তমান সুলতান হলেন, তৃতীয় হাসানাল বলকিয়াহ ইবনে ওমর আলি সাইফউদ্দীন। তবে গোটা বিশ্ব তাকে হাসানাল বলকিয়াহ নামেই চেনে। মালয়েশিয়া ও দক্ষিণ চীন সাগরে ঘেরা বোর্নিয়ো দ্বীপের ছোট্ট দেশ ব্রুনেইয়ের সুলতান তিনি। দেশটির প্রধানমন্ত্রী হওয়ার পাশাপাশি একাধিক মন্ত্রণালয়ের প্রধানের দায়িত্বও তার কাঁধেই।

নিজের দেশে তিনিই রাজা। ব্রুনেইয়ের সুলতানের ক্ষেত্রে এ কথাটি যেন আক্ষরিক অর্থেই সত্যি। ইসলামিক রীতি মেনে সুলতান হওয়ার পাশাবাশি তিনি ব্রুনেইয়ের প্রধানমন্ত্রীও। এরসঙ্গে অর্থ, বিদেশ, প্রতিরক্ষা এবং বাণিজ্য মন্ত্রণালয়ের দায়িত্বও রেখেছেন নিজের কাছে। একদিকে পুলিশ সুপার হিসেবে দায়িত্ব সামলাচ্ছেন; অন্যদিকে আবার, সশস্ত্র বাহিনীর প্রধানও তিনি নিজেই।



হাসানাল বলকিয়াহ দুনিয়ার ধনী ব্যক্তিদের মধ্যে একেবারে প্রথম সারিতে রয়েছেন। কিছুদিন আগে পর্যন্তও তিনি বিশ্বের ধনীতম ব্যক্তির তকমা দখল করে বসেছিলেন। তবে সম্প্রতি তাকে পিছনে ফেলে শীর্ষে উঠে এসেছেন ইলন মাস্ক। টেলসার প্রতিষ্ঠাতা মাস্ক এখন প্রায় ২৪ হাজার কোটি ডলার সম্পদের মালিক।

ধনসম্পত্তির নিরিখে ইলন মাস্কের থেকে পিছিয়ে পড়লেও কম বিলাসী নন হাসানাল বলকিয়াহ। ১৯৬৭ সালে ব্রুনেইয়ের সুলতানের গদিতে বসেন তিনি। এরপর থেকে তার ধনসম্পত্তির পরিমাণও বেড়েছে। তার বর্তমান সম্পদের পরিমাণ ৩ হাজার কোটি ডলারের বেশি।

ব্রুনেইয়ের সুলতানের সন্তান হওয়ার সূত্রে ১৯৪৬ সালের ১৫ জুলাই সোনার চামচ মুখে নিয়েই জন্মেছিলেন বলকিয়াহ। তার বাবা তৃতীয় সুলতান ওমর আলি সাইফউদ্দীন নিজের ১০ সন্তানের মধ্যে তাকেই সিংহাসনে বসানোর জন্য বেছে নিয়েছিলেন। সেই থেকে এখন ৭৫ বছর বয়সেও রাজু সামলে চলেছেন বলকিয়াহ।

ব্রুনেইয়ের দায়িত্ব কাঁধে নেওয়ার আগে নিজেদের প্রাসাদেই প্রাথমিক শিক্ষাদীক্ষার পাঠ প়ড়ানো হয়েছিল তাকে। পরে অবশ্য উচ্চশিক্ষার জন্য মালয়েশিয়ার কুয়ালালামপুরের ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে যোগদান করেন তিনি। এরপর ইংল্যান্ডের রয়্যাল অ্যাকাডেমি থেকে তিনি স্নাতক ডিগ্রি লাভ করেন।
সুলতানের প্রাসাদ

প্রথাগত পড়াশোনার পাট চুকিয়ে বিয়ে করেন সুলতান বলকিয়াহ। তবে একটি নয়, তিনটি! ২০১২ সাল পর্যন্ত তিনি পাঁচ পুত্রসন্তান এবং সাত কন্যাসন্তানের জনক বলে শোনা যায়।

বিশ্বের সব সুলতানদের মধ্যে প্রথম সারিতে রয়েছেন ব্রুনেইয়ের সুলতান। পৈত্রিক সূত্রে প্রাপ্ত সম্পদের পাশাপাশি দেশের তেল এবং প্রাকৃতিক গ্যাস ভান্ডারগুলো থেকেও মুনাফা যোগ হচ্ছে তার সম্পত্তিতে। ১৯৮৮ সাল পর্যন্ত তিনিই ছিলেন বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। সে সময় তার নিট সম্পত্তির পরিমাণ ছিল ১৪ হাজার ৭০০ কোটি টাকা। তবে সম্প্রতি তার সম্পদকে ছাড়িয়ে গেছেন ইলন মাস্ক।



তেল উৎপাদনের নিরিখে মালয়েশিয়া, ভিয়েতনাম এবং থাইল্যান্ডের পর দক্ষিণ-পূর্ব এশিয়ায় পঞ্চম দেশ হল ব্রুনেই। অপরিশোধিত তেল এবং প্রাকৃতিক গ্যাস রপ্তানির বিপুল অর্থ জমা পড়ছে সুলতানের কোষাগারে।

ধনসম্পত্তির মালিক হওয়ার পাশাপাশি তা খরচ করাতেও কম উৎসাহী নন ব্রুনেইয়ের ৯২তম সুলতান বলকিয়াহ। 'হটকারস রিপোর্ট' নামের এক ওয়েবসাইটের তথ্য অনুসারে, তার ১১০টি গ্যারেজে রয়েছে প্রায় ৭ হাজার গাড়ি। এরমধ্যে ৫০০টি রোলস রয়েস এবং ৩০০টি ফেরারি। সব মিলিয়ে যার মূল্য ৫০০ কোটি ডলারেরও বেশি। সেই সঙ্গে রয়েছে একাধিক বিলাসবহুল প্রাইভেট জেট। রয়েছে সোনায় মোড়া বোয়িং ৭৪৭-৪০০ বা এয়ারবাস এ৩৪০-২০০ জেটও।

ব্রুনেইয়ের সুলতানের প্রাসাদও কম জাঁকজমকপূর্ণ নয়। ২ হাজার ৫৫০ কোটি টাকার ওই প্রাসাদের রয়েছে ১ হাজার ৭০০টি ঘর। ২৫৭টি বাথরুম। সঙ্গে ৫টি সুইমিং পুল। পাশাপাশি, ১১০টি গ্যারেজ এবং ২০০টি ঘোড়ার জন্য শীতাতপ নিয়ন্ত্রিত আস্তাবলও রয়েছে।

বিলাসী এই সুলতান প্রতিমাসে অন্তত একবার নিজের চুল কাটান। তিন থেকে চার সপ্তাহ পরপর তার চুল কাটাতে খরচ পড়ে প্রায় ১৭ লাখ ২২ হাজার টাকা। এমনটিই দাবি করেছে টাইমস পত্রিকা। লন্ডন নিয়ে যাওয়া হয় তার হেয়ারড্রেসার। তাকে প্রথম শ্রেণির বিমানভাড়ার ১২ হাজার ডলারও সুলতানই দেন।


রিটেলেড নিউজ

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

রেলের বাতিল কোচ এখন রেস্তোরাঁ

bcv24 ডেস্ক

ভারতের নিউ জলপাইগুড়ি রেল স্টেশনে বাতিল ট্রেনের কোচকে সাজিয়ে বানানো হয়েছে রেস্তোরাঁ। দেশটির উত... বিস্তারিত

এবার জেমস ওয়েবে ধরা পড়ল ‘সৃষ্টির স্তম্ভ’

এবার জেমস ওয়েবে ধরা পড়ল ‘সৃষ্টির স্তম্ভ’

bcv24 ডেস্ক

মহাকাশে এরই মধ্যে সবচেয়ে সুন্দর ও বিস্ময়কর কিছু দৃশ্য ক্যামেরাবন্দি করেছে বিশ্বের সর্ববৃহৎ ও সবচ... বিস্তারিত

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

বিশ্বে চতুর্থ রোগী হিসেবে এইডসমুক্ত হলেন তিনি

bcv24 ডেস্ক

আশির দশক থেকে প্রাণঘাতী এইচআইভিকে সঙ্গী করে বসবাস করে আসা এক রোগীর শরীর থেকে এই ভাইরাস নির্মূল হয়ে... বিস্তারিত

ভারতে ফের কড়াকড়ি, মাস্ক না পরলে নামানো হবে বিমান থেকে

ভারতে ফের কড়াকড়ি, মাস্ক না পরলে নামানো হবে বিমান থেকে

bcv24 ডেস্ক

করোনাভাইরাসের সংক্রমণ কিছুটা বৃদ্ধি পাওয়ায় ভারতের আকাশপথে ভ্রমণে ফের কড়াকড়ি আরোপ করা হয়েছে। এব... বিস্তারিত

ম্যানহাটনের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

ম্যানহাটনের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান

bcv24 ডেস্ক

যুক্তরাষ্ট্রের ম্যানহাটন শহরের চেয়ে তিনগুণ, বিশ্বের সবচেয়ে বড় উদ্ভিদের সন্ধান পেয়েছে গবেষকরা। অ... বিস্তারিত

ঝড়বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, স্বস্তি মানুষের

ঝড়বৃষ্টিতে দিল্লির তাপমাত্রা কমল ১১ ডিগ্রি, স্বস্তি মানুষের

মোঃ মতিউর রহমান

তীব্র দাবদাহের পর বৃষ্টি ও বজ্রঝড় হয়েছে ভারতের জাতীয় রাজধানী অঞ্চল দিল্লিতে। এতে দিল্লির তাপমাত... বিস্তারিত

সর্বশেষ

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

তপসিলের পর তেজগাঁও কার্যালয়ে বসবেন শেখ হাসিনা

bcv24 ডেস্ক

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের তপসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনার জন্য আলাদা কার্য... বিস্তারিত

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

১২৪ টাকায়ও রেমিট্যান্সের ডলার কিনছে ব্যাংক

bcv24 ডেস্ক

এক বছর আগে ঘোষিত দরের চেয়ে ১-২ টাকা বেশি দামে রেমিট্যান্সের ডলার কেনায় ছয়টি ব্যাংকের বিরুদ্ধে শাস্... বিস্তারিত

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

২৪ ঘণ্টায় ডেঙ্গুতে ৮ জনের মৃত্যু, হাসপাতালে ১৮৯৫

bcv24 ডেস্ক

সারাদেশে গত ২৪ ঘণ্টায় (সোমবার সকাল ৮টা থেকে মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত) ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ৮ জন... বিস্তারিত

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

চোখের ইশারায় কাজ করবে কম্পিউটার!

bcv24 ডেস্ক

চোখের ইশারায় খুলে যাবে অ্যাপ, আঙুলে ছুঁয়ে সরাতে হবে স্ক্রিন। মাথা নাড়ালেই হবে অনেক কাজ। প্রযু... বিস্তারিত